
নিজস্ব প্রতিবেদক।
দ্য ইন্টারন্যাশনাল ওপেন ডায়ালগে অংশ নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে দেশ ছেড়েছেন লাকসামের ছেলে ডা. রাকিব আল হাসান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তার একটি মডেল এই থিংক ট্যাংকটির কাছে গৃহিত হওয়ায় তাকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি, যেটি সেখানে উপস্থাপন করা হবে। সম্মেলনে থাকবে ৪৬টি দেশের বিভিন্ন রাষ্ট্রচিন্তকরা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডা. রাকিব আল হাসান কুমিল্লা-৯ আসনে শেষ মুহূর্তের বড় চমক হতে পারেন। দীর্ঘদিন যাবত তার আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রভাব, কূটনৈতিক জগতের দারুণ সক্ষমতা, বিশ্বনেতাদের সাথে নেটওয়ার্কিংয়ের বাইরেও সম্প্রতি নিয়মিত রাজনৈতিক টকশোতে তার ক্ষুরধার যুক্তি, পালটা যুক্তি দিয়ে আলোচকের ভূমিকায় থাকায় ইতোমধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনেও বেশ আলোচিত নাম তিনি। যা কিনা সব মহলের কাছে বেশ নজর কেড়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তারুণ্য কেন্দ্রিক নির্বাচনী মেনিফেস্টোতে শেষ সময়ে এই আসনে ধানের শীষের বাজির ঘোড়া হতে পারেন তিনি। এমনকি বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে স্থান পেতে পারেন তারেক রহমানের কেবিনেটেও। লাকসামের রাজনীতিতে সবসময় কোনো না কোনো চমক থাকে। তবে এই চমকটি ঘটে গেলে ডা. রাকিব আল হাসান হয়ে যাবেন এই আসনের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী।