মোহাম্মাদ উল্লাহ সোহেল ব্যুরো প্রধান ইউরোপ :
প্রবাসে বেড়ে ওঠা ছোট ছোট ছেলে মেয়েদের কে বাংলা শিক্ষা দেওয়ার লক্ষ্যে ভেনিস বাংলা স্কুল এবং এ সি এস ভেনিস ক্লাবের যৌথ পরিচালনায় ভেনিসের মারঘেরা এ সি এস ভেনিস বাংলা স্কুল এর যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, পরে বাংলাদেশের জাতীয় সংগীত এবং ইতালিয়ান জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শুরু হয়। সে সময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ও অভিভাবকগণ। বক্তব্য রাখেন মোশারফ মোল্লা, সৈয়দ কামরুল সারোয়ার, সোহেল আক্তার বিপ্লবী, কামাল হোসেন সজিব, রাজিবুল হাসান সহ আরো অনেকেই।