
জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ সাবরাং ইউনিয়নে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশ সময় ১লাখ ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে বিজিবি জওয়ানেরা। বিজিবির প্রেস সুত্রজানায়ায,গত ৩ মে মধ্যরাতে রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের আওতায় সাবরাং বিওপির দায়িত্বাধীন এলাকা দিয়ে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে একটি সমন্বিত অভিযান চালানোর সিদ্বান্ত নেওয়া হয়। পরিকল্পনামতে দায়িত্বপূর্ণ এলাকায় বেশ কয়েকটি দলে ভাগ হয়ে কৌশলগত স্থানে বিশেষ নৌটহল মোতায়েন করা হয়। পরে ব্যাটালিয়ানের গোয়েন্দা নজরদারিতে নাফনদীর মায়ানমার অংশে একটি নৌকার সন্দেহজনক গতিবিধি পরিলক্ষিত হলে নিকটবর্তী স্থানে অপেক্ষারত নৌ-টহলকে দ্রæত অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হলে বিআরএম-৪ হতে ৫ এর মধ্যবর্তী স্থানে অবস্থানরত বিজিবির টহলদল মায়ানমারের সন্দেহজনক নৌযানটিকে সীমান্তে ধাওয়া করলে তারা মায়ানমার অংশের নাফ নদীর আরো গভীরে চলে যায়। এসময় নাফ নদীতে ২জন মাদক বহনকারী সাঁতারুর অবস্থান সনাক্ত করা গেলে বিজিবি নৌটহল দল সমুহের সমন্বিত অভিযানে মায়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার ডেইল পাড়াস্থ সুদাপাড়ার মৃত আব্দুল আমিনের পুত্র কামাল হোসেন (৪২) কে ১লাখ ১০হাজার ইয়াবাসহ ধরা পড়লেও রাতের অন্ধকারে অপর ১জন মাদকবহনকারি দ্রæত সাঁতারে সীমান্তের অপর পাশে পালিয়ে যায়।
অপরদিকে ৪মে ২০২৫ইং দুপুর দেড়টার দিকে উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির চেকপোষ্ট এলাকায় দায়িত্বরত বিশেষ টহলদল টহল কার্যক্রম চালানোকালে হ্নীলা হতে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবির সদস্য কর্তৃক সিএনজিটি তল্লাশীর জন্য থামানো হয়। উক্ত সিএনজিতে অবস্থানরত কক্সবাজার সদরের খুরুশকুল পেতনা বাপের পাড়ার গুরা মিয়ার পুত্র মোঃ নয়ন (১৮) এর পায়ের সাথে অভিনব কায়দায় ফিটিং ১০হাজার ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। ধৃত যুবকের স্বীকারোক্তিতে সিএনজিতে অবস্থানরত একই এলাকার মোঃ আব্দুর রহিমের পুত্র মোঃ নাজেদ হাসান জিসান (২২) কে আটক করা হয়।
এই ব্যাপারে উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) জানান,টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করতঃ আসামীসহ উদ্ধারকৃত ইয়াবা ও সিএনজি আলামত হিসেবে থানায় থানাতে হস্তান্তরের টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান (পিএসসি) জানান,আটককৃত আসামি ও জব্দকৃত মাদক যথাযথ আইনি প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানাতে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।