
এম. এস. আই শরীফ, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যাণ্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যাণ্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠান বৃহস্পতিবার (২২ মে ২০২৫) সকাল ১০টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।
এলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী জমজমাটপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে কৃষি বিষয়ক আলোচনা সভায় নয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. ইয়াসিন আলী। পবিত্র কুর’আন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যানগণ-আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুব হাসান, বিএমডিএ সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, আরডিও মোঃ সবুজ আলী, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ শাহ্ জালাল।
উপজেলা উপসহকারী কৃষি অফিসার (উদ্ভিদ) মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলার ৪টি ইউনিয়ন ভোলাহাট সদর, গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নের পিএফএস-এর ৩৫ জন সদস্য ও ৩৫ ননপিএফএস সদস্যগণ উপজেলা কৃষি অফিসের আমন্ত্রণে উপস্থিত থেকে দিনব্যাপী অনুষ্ঠানে কৃষি বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোকপাত উপভোগ করেন। অনুষ্ঠানে বক্তাগণ প্রকল্পের পটভূমি, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনার পাশাপাশি আধুনিক টেকসই প্রযুক্তি বিস্তার, উচ্চমূল্য ফসলের আবাদের মাধ্যমে খোরপোস কৃষিকে বানিজ্যিক ও লাভজনক কৃষিতে রূপান্তরের পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন। এছাড়াও পার্টনার প্রকল্পের ১০ টি ডিএলআই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পিএফএস পরিচালনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কৃষক তথ্য সেবা কেন্দ্র স্থাপন করে কৃষকদের সেবা প্রাপ্তি ও উৎপাদক দল তৈরির বিষয়ে আলোচনা করা হয়। পিএফএস সদস্য, ননপিএফএস সদস্যদের অভিজ্ঞতা বিনিময় এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পার্টনার কংগ্রেসটি সফলভাবে সমাপ্ত হয়।
অনুষ্টানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজনেরা স্থানীয় গণমাধ্যমিককর্মীগন-প্রেসমিডিয়া ইলেক্ট্রো মিডিয়ার সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।