
মো:আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধি:-
বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষ্যে র্যালি,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মিডওয়াইফাইর প্রতিটি সংকট মোকাবিলায় অপরিহার্য এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষ্যে র্যালি হাসপাতাল চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিবের সভাপতিত্বে কেক কাটা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডা. সবুজ রায়, মিডওয়াইফ নুরুন্নাহার, রিংকু ঘটক, ফারহানা আক্তার, সম্পা ভান্ডারী,জুবাইদা বিনতে মীম, নার্স দিপালী মন্ডল, আরতী মধু, মাধবী লতা রাজিব, বিভা হালদার, অঞ্জনা রানী মন্ডল, আয়শা খাতুন, রেবা হালদার, পলি বৈদ্য, রিংকু হালদার, মমতা মন্ডল, মনিকা হালদার ও তাহমিনা বেগম প্রমুখ।