
খায়রুল ইসলাম অভি, স্টাফ রিপোর্টার। সাভার
সাভারে ডাষ্টবিন হতে কুড়িয়ে পাওয়া শিশু সেতুর চিকিৎসার দায়িত্ব নিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোঃ খোরশেদ আলম। ২৩/৪/২০২৫ইং তারিখে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সেতুকে দেখতে যান ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি ও ঢাকা জেলা (উত্তর) ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তুমিজ উদ্দিন ও ছাত্রদল নেতা নাঈম খানসহ ৩ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী মোঃ রাশিদুজ্জামান বাচ্চু আরো অনেক নেতাকর্মী।
মোঃ খোরশেদ আলম বলেন, গত রোজার আগে সাভার এলাকায় ডাষ্টবিন হতে কুড়িয়ে পাওয়া শিশু সেতুর চিকিৎসা সেবা সুষ্ঠ ভাবে পরিচালনার স্বার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ হাসপাতালে যাই এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুদানের অর্থ শিশু সেতুর বর্তমান অবিভাবকের হাতে তুলে দেই। উল্লেখ্য সেতু জন্মগত হার্টে একটা বড় ছিদ্র নিয়ে জন্মগ্রহন করে। তিনি সেতুর জন্য সাভারবাসী সহ সবার নিকট দোয়া কামনা করেছেন।শিশুটিকে বাঁচাতে তিনি ছুটে চলেছেন হাসপাতালের দ্বারে দ্বারে। এরই মধ্যে বিক্রি করেছেন স্বর্ণের গহনা, করেছেন ঋণও। কিন্তু এটি পর্যাপ্ত নয়। স্হানীয় এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শিশুটির প্রাথমিক চিকিৎসার দায়িত্ব নিলেও তাকে বাঁচাতে প্রয়োজন উন্নত চিকিৎসা। গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ থানা ঘাট বংশী নদীর তীরে রাস্তার পাশের ময়লার ভাগাড়ের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় নড়াচড়ার শব্দ শুনে এগিয়ে যেতেই চোখে আসে ফুটফুটে কন্যা শিশু। দেখে মনে হচ্ছিল কয়েক ঘন্টা আগে ভূমিষ্ট, ঘন্টা খানেক আগে হয়তো নিষ্ঠুর কোনো আপনজন তাকে ফেলে রেখে চলে গেছে। পরে বৃদ্ধা কামরুন্নাহার শিশুটিকে উদ্ধার করেন। স্হানীয় প্রশাসনের দারস্হ হয়ে নিজেই দায়িত্ব নেন শিশুটির। তবে অসুস্থ কন্যা শিশু সেতু জন্মগতভাবে ওজন কম, আরলি বেবী, জীনগত সমস্যা এবং হার্ট ফুটো ডিজিজে আক্রান্ত হওয়ায় বিভিন্ন হাসপাতাল ঘুরে এখন রয়েছে এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
বৃদ্ধা কামরুন্নাহার ও তার মেয়ে জানান, নিজস্ব গহনা বিক্রি, হাতে থাকা অর্থ দিয়ে শিশুটির চিকিৎসা করিয়ে এখন তারা ঋণগ্রস্হ। হার্টের ফুটোর উন্নত চিকিৎসা করা তার সামর্থ্যের বাইরে। শিশুটির উন্নত চিকিৎসা ও ভরনপোষনের জন্য কামরুন্নানাহার ও তার মেয়ে চাইলেন সকলের সহযোগিতা। এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের শিশু বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহীন আক্তার বলেন, শিশুটির জীনগত সমস্যা ছাড়াও শ্বাস কষ্ট, হার্টের ফুটোসহ বহুবিদ সমস্যা রয়েছে। আইসিইউর চিকিৎসা শেষে কিছুটা ভালো হওয়ায় শিশুটিকে বেডে দেয়া হয়েছে। এনাম মেডিকেল অন্যান্য চিকিৎসা দিতে সক্ষম হলেও শিশুটি হার্টে যে ফুটো দেখা গেছে তার জন্য অন্যত্র উন্নত চিকিৎসা জরুরী। শিশুটিকে ফ্রি চিকিৎসা সেবা দেয়া ছাড়াও শিশুটিকে বাঁচাতে হার্টে যে ফুটোর চিকিৎসা জরুরী তার জন্য উন্নত চিকিৎসা অন্যত্র দেবার জন্যও চেষ্টা চালাচ্ছেন বলে জানান এনাম মেডিকেল কর্তৃপক্ষ। এদিকে অসহায় শিশুটিকে বাঁচাতে এবং উন্নত চিকিৎসার সহায়তায় শিশুটিকে দেখতে আসেন ঢাকা জেলার বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলমসহ বিভিন্ন নেতা-কর্মীরা।