
হাকিকুল ইসলাম খোকন ইউ এস এ প্রতিনিধি
সন্দ্বীপ সোসাইটি ইউএসএ এর সভাপতি ,বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট , ব্যবসায়ী ,রাজনীতিবিদ ফিরোজ আহমেদ নিউইয়র্কের ব্রুকলিন কমিউনিটি বোর্ড -১২ এর বোর্ড মেম্বার নির্বাচিত হয়েছেন ।আগামী দুই বছর ২০২৫ -২০২৭ তিনি এই দায়িত্ব পালন করবেন ।কমিউনিটি বোর্ড ১২ এর এলাকা হচ্ছে কেনসিংটন , বড়ো পার্ক , ওশান পার্কওয়ে ,মিডউড. এই এলাকা গুলির বাজেট , উন্নয়ন , পুলিসিং , ট্রান্সপোর্ট ,পার্ক ,সহ নানান বিষয়ে কমিউনিটি বোর্ড ১২ নিউইয়র্ক সিটি মেয়র , বোরো প্রেসিডেন্ট ও কাউন্সিল মেম্বার দের সাথে কাজ করেন ।
ফিরোজ আহমেদ এর আগেও কমুনিটির বিভিন্ন সংগঠন এর হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এখনো করছেন. তিনি সাবেক ২ বারের নির্বাচন কমিশনার বাংলাদেশ সোসাইটির , সাবেক মেম্বার সেক্রেটারি ফোবানা , সাবেক প্রধান নির্বাচন কমিশনার সন্দ্বীপ সোসাইটি ইউএসএ ,ফোবানা বর্তমান স্টিয়ারিং কমিটির ট্রেজারার , সদস্য নিউইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব , সহ আরো অনেক প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনহিত কর কাজে অব্যাহত ভাবে জড়িত আছেন ।তিনি বাপসনিউজের কাছে সকল প্রবাসীর সহযোগিতা কামনা করেছেন ।তিনি দল ও মতের ঊর্ধ্বে সবার জন্য কল্যাণ কর কাজে নিজেকে নিয়জিত রাখবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন ।