মোহাম্মাদ উল্লাহ সোহেল ব্যুরো প্রধান ইউরোপ:
বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালি, কর্তৃক বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ (আংশিক কমিটি),আত্মপ্রকাশ করেছে ইতালির রোমে, এই কমিটিতে সভাপতি শাহিন আক্তার রিনা, সাধারণ সম্পাদক সীমা কাউসার আঁখি এবং যুগ্ন সাধারন সম্পাদক,তিসা সেন গুপ্ত ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার কাকন তাদের সবাই এ কথাটি বলেছে যে রোমে তথা ইতালির বিভিন্ন শহরেও যেসব বাংলাদেশী সংগঠনগুলো আছে তাদের সাথে মিলেমিশে কাজ করবেন, নারীদের উন্নয়নে এবং সমাজের উন্নয়নে । এ সংগঠনটি যেহেতু কোন রাজনৈতিক দলের নয় শুধু আঞ্চলিক একটি বৃহত্তর জেলার বৃহত্তর নোয়াখালী জেলার মহিলা সংগঠন সেখানে অবশ্যই সংগঠনের নেত্রীরা নিজ জেলার ঐতিহ্যকে ইতালিয়ানদের মধ্যে তুলে ধরবেন এবং আমাদের সন্তানদের নিজ জেলার ভাষা বিভিন্ন কালচার যেন শিখতে পারে এ সংগঠন টির মাধ্যমে সেটাও তুলে ধরা হবে ।
সভাপতি রিনা খোকন বলেন এ সংগঠনটি করবার জন্য তার অনেক দিন স্বপ্ন ছিল, গত প্রায় এক বছরেরও বেশি বৃহত্তর নোয়াখালীজেলা সমিতি ইতালির নেতাদের সাথে আলাপ-আলোচনা করছেন এবং প্ল্যান করছেন কিভাবে সংগঠনটি করা যায় ,কাকে নিয়ে করা যায়, অবশেষে তিনি তার সাথে কাজ করবার জন্য সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকসহ আরো নেত্রীদের সাথে আলোচনা করে ঠিক করেন কখন কিভাবে সংগঠনটি ঘোষণা করবেন , তিনি এও প্রত্যাশা করেন এ সংগঠনটি রোমে সবার সাথে মিলেমিশে কাজ করবে এবং যেকোনো কাজে-কর্মে মূল সংগঠন বৃহত্তর নোয়াখালী সংগঠনের ঐতিহ্য এবং সম্মানের দিকে খেয়াল রাখবেন । সাধারণ সম্পাদক আখি সীমা কাউসার বলে, এ সংগঠনটির সাধারণ সম্পাদক করবার জন্য যারা তাকে মনোনীত করেছে তাদের সবাইকে ধন্যবাদ দিয়েছেন এবং তিনিও তার সব রকম অভিজ্ঞতা দিয়ে এ সংগঠনটিকে সামনে নিয়ে যেতে কাজ করবেন এবং প্রয়োজনে ইতালির বিভিন্ন শহরে থাকা নোয়াখালীর নারীদেরকেও উদ্বুদ্ধ করবেন এই সংগঠনের কার্যক্রমের মাধ্যমে ,যেন তারাও আগ্রহী হয় নিজ প্রভিন্সে একটি করে বৃহত্তর নোয়াখালী নারী সংঘ গঠিত করে।