আব্দুর রাজ্জাক শাওন সিলেট
বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি সীমান্ত নিয়ে ভারতের সাথে দ্বন্দ্ব দেখাদেয়। গোয়াইনঘাটের একটি খেলার মাঠ নিয়ে বিএসএফ ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিজিবি এসে ভারতের বিএসএফ সাথে কথা বলে স্থানীয়দের নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (৮ মে) সকালে তামাবিল সীমান্তের খাসিয়া হাওরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, এই ভূমিটি আমরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছি। বর্তমান সময়ে মাঠের বাইরে থাকা একটি ভারতীয় পিলার ভেতরে আনার চেষ্টা করে যাচ্ছে বিএসএফ। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুই দেশের জরিপ দল সেখানে গেলে উত্তেজনা বেড়ে যায়। বিজিবি জানায়, ছিটমহল চুক্তির অধীনে সেই স্থানে বাংলাদেশ-ভারত যৌথ জরিপ করার কথা ছিল।