মোঃ আক্তারুজ্জামান ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গায় আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামের মোঃ ছাদেক মাতুব্বরের আপন মেজে ছেলে মোঃ শাহ পরান মাতুব্বর ধারালো চাইনিজ কুঠার দিয়ে খুন করার উদ্দেশ্যে আপন মায়ের মাথায় কোপ দেয়। তার মা মাথা সরিয়ে ফেলার কারণে ঐ কোপ কপালে লাগে এতে তার মা গুরুতর জখম হয়। স্ত্রীর চিৎকার শুনিয়া স্বামী মোঃ ছাদেক মাতুব্বর দৌড়েয়ে স্ত্রীর কাছে আসলে আমাকে ও চাইনিজ কুঠারের আছারি দিয়ে এলোপাতাড়ি মারধর করে নিলা ফুলা জখম করে । মোঃ ছাদেক মাতুব্বরের বড় ছেলে মোঃ শাহ জালাল মালোশিয়া প্রবাসীর স্ত্রী তানজিলা আক্তার এগিয়ে আসলে শাহ পরানের স্ত্রী নাদিরা আক্তার বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে নিলা ফুলা জখম করে। পরে আশেপাশের প্রতিবেশী তাদের চিৎকার শুনিয়া এগিয়ে এসে তাদেরকে নিকটবর্তী ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। মোঃ ছাদেক মাতুব্বরের স্ত্রী ও প্রবাসী ছেলের বউ কে মারধর করার কারণে তিনি ভাঙ্গা থানায় মোঃ শাহ পরান ও তার স্ত্রীকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। মোঃ ছাদেক মাতুব্বর সাংবাদিকদের বলেন এমন কুলাঙ্গার সন্তান তার অপকর্মের শাস্তি পায় এবং আমি যেন প্রশাসনের কাছে ন্যায় বিচার পাই এটাই আমার দাবি।