
মোঃ সেলিম রেজা, নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) পাঠাকাটা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ২৬৪ জন সুবিধাভোগী নারীকে গত তিন মাসের একত্রে ৯০ কেজি করে চাল প্রদান করা হয়। চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মতিউর রহমান, কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, উপসহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন রনি, ইউপি সংরক্ষিত সদস্য আসমা আক্তার, ছালেহা বেগম ও সুলতানা আক্তার সম্পা।
এছাড়াও ইউপি সাধারণ সদস্য রুবেল উদ্দিন, আনারুল ইসলাম, আদম শফিক, হামিদুল ইসলাম, বাজু মিয়া, মাফিজুল ইসলাম, নজরুল ইসলাম বাবু ও উবায়দুল হক, ব্যাংক এশিয়ার পাঠাকাটা এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট ও ইউনিয়ন উদ্যোক্তা মো. সেলিম রেজা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, দুই বছর মেয়াদি এই কর্মসূচির মেয়াদ শেষ হলেও ঈদুল আযহা ও দরিদ্র জনগোষ্ঠীর অবস্থা বিবেচনায় সরকার তা তিন মাস বাড়িয়েছে। ফলে আগের তালিকাভুক্ত নারীরাই এ সুবিধা পাচ্ছেন। তথ্য অনুযায়ী, উপজেলার ২ হাজার ১৬৯ জন নারী এই কর্মসূচির আওতায় রয়েছেন। এর মধ্যে গনপদ্দী ইউনিয়নে ২৯৩ জন, নকলা ইউনিয়নে ২২৩ জন, উরফা ইউনিয়নে ২৭১ জন, গৌড়দ্বার ইউনিয়নে ১৪১ জন, বানেশ্বরদী ইউনিয়নে ২০৫ জন, পাঠাকাটা ইউনিয়নে ২৬৪ জন, টালকী ইউনিয়নে ২০৭ জন, চরঅষ্টধর ইউনিয়নে ২৬৬ জন এবং চন্দ্রকোনা ইউনিয়নে ২৯৯ জন সুবিধাভোগী নারী রয়েছেন।