আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্তে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে শফিকুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত আনুমানিক ১০টায় উপজেলার ইজলামারী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। শফিকুল ইসলাম উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ভন্দুরচর গ্রামের ফজলে রহিমের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার ইজলামরী সীমান্তের কাছে কালো নদীতে মাছ ধরতে লাইট ও টেঁটা নিয়ে যান শফিকুল। সেখানে বজ্রাঘাতে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন স্বজনরা। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতের শিকার হয়ে শফিকুলের মৃত্যু হয় বলে শোনা যাচ্ছে। পরিবারের পক্ষ থেকে থানায় ইউডি মামলা করা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।