মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ফেরিঘাটে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর মোঃ সিফাত মিয়া (১৭) নামের নিখোঁজ শ্রমিকের লাশ ১৯ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রবিবার সকাল ১০ টার সময় বাঁশবাড়িয়া ঘাট থেকে ৫শত গজ দূরে ডুবরিদল অনুসন্ধান চালানোর সময় জোয়ারের পানিতে ভেসে উঠতে দেখা যায় একটি লাশ। পরে শনাক্ত করে জানাযায় এটি নিখোঁজ শ্রমিক সিফাতের লাশ। এবিষয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফিরোজ ভূঁইয়া বলেন, সকাল ১০ সময় ফায়ার সার্ভিসের ডুবরি দল অনুসন্ধানের সময় ঘটনাস্থল থেকে ৫শত গজ দূরে হঠাৎ একটি লাশ ভেসে উঠতে দেখে তা উদ্ধার করে আমাদের ডুবরি দল । উদ্ধারকৃত লাশ নিখোঁজ শ্রমিকের বলে শনাক্ত করেন নিহতের স্বজনরা। পরবর্তীতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা।
উল্লেখ্য, গতকাল শনিবার (১৭ মে) বিকাল ৪ টায় বাঁশবাড়িয়া ফেরিঘাটে গোসল করতে নামলে নিখোঁজ হন এই শ্রমিক। বিকাল ৪ টার সময় সিফাত ও তার এক সঙ্গি সৈকতে গোসল করতে নামে। এসময় তার বন্ধু মোবারক হোসেন বলেন, সিফাত গোসল করতে নামার পর হঠাৎ শারীরিকভাবে দূর্বল হয়ে পড়ে। একটা দঁড়ি এনে তাকে উপরে তুলে আনতে বলেন। উপরে উঠে আমি লোকজনকে বিষয়টি জানালে সবাই দৌড়ে এসে দেখে সিফাত সমুদ্রের স্রোতের পানিতে তলিয়ে গেছে।পরে খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের টিম ৬ সময় ঘটনাস্থলে গিয়েছে তাকে উদ্ধারের চেষ্টা করে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে তারা ব্যার্থ হয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। আজ (রবিবার) সকাল ৭ টা থেকে আবারো অনুসন্ধানে নামলে ১০ টায় লাশ ভেসে উঠলে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল।