
আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ইউনিয়নে খানপুর বাজারে আওয়ামী লীগ নিষিদ্ধ কারণে বাংলাদেশ জামায়াত ইসলামির পক্ষ থেকে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাওলানা রেজাউল করিম এর নেতৃত্বে এই আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি খানপুর বাজার থেকে শুরু করে এলাকার প্রধান প্রধান প্রদর্শন শেষে খানপুর বাজারে এসে মিছিলটি শেষ হয়। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম, তরিমুল কুরআন ইউনিয়ান সভাপতি, জামায়াত ইসলামী বাংলাদেশ।
এ সময় উপস্থিত ছিলেন মো: মোস্তাকিম বিল্লাহ, সহ-সভাপতি, যুব বিভাগ, বাংলাদেশ জামায়াত ইসলামী। মো: শাহাদাত হোসাইন, আলহাজ্ব আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী। মো: ওমর ফারুক, মোহাম্মদ তৌফিক হাসান, ইসমাইল হোসেন, মো: ফারুক হোসেন প্রমুখ।