জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁর নিয়ামতপুরে গৈল দিগরী উরাও সমাজ উন্নয়ন সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার ৩০ এপ্রিল রামপদো তির্কীর সভাপতিত্বে এবং উপদেষ্টা কমিটি ও আহবায়ক কমিটির সার্বিক ব্যবস্থাপনায় আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিত কুমার মিনজির সার্বিক তত্ত্বাবধানে গৈল এস ডি এফ অফিস হল রুমে নতুন কমিটি গঠন করা হয়।
বৈধ প্রার্থীদের মধ্যে স্ব- স্ব পদের কোন প্রকার প্রার্থীর প্রতিদন্দী না থাকায় নির্বাচন কমিটির সভাপতি রনজিত মিনজি প্রার্থীদের নাম সহ চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে বাবুলাল টপ্প, সহ- সভাপতি পদে অনিল তিরকী, সাধারণ সম্পাদক পদে সহিলাল টপ্প, সাংগঠনিক সম্পাদক পদে অজিত কুমার, আইন বিষয়ক সম্পাদক পদে ক্ষীতিশ কুজুর, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে সুমন কুজুর, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে নন্দলাল তিরকী, সাধারণ সদস্য জয় বাহাদুর মিনজি, হারাধন ধানোয়ার,শ্যামল খালকো সোনাবতি বারোয়ার, যশোদা বালা,শ্যামল তিগ্যা, ভোদল নুন,মিঠন বারোয়ার,মিলন টপ্প এবং পিয়ন পদে আগুন তিরকীকে নির্বাচিত করা হয়। কমিটি গঠন শেষে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিটির সভাপতি রনজিত মিনজি।এই কমিটির মাধ্যমে উরাও সমাজকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে বলে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আশা ব্যক্ত করেন।