
জান্নাতুল বাকী শেরপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে শেরপুর জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বৃহস্পতিবার শেরপুর জেলা যুবদলের আয়োজনে রঘুনাথ বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ১১টার ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা যুবদল সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগ প্রস্তুতি সভার সমন্বয়ক মোঃ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ মহানগর যুবদল সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগ প্রস্তুতি সভার সহ-সমন্বয়ক জোবায়েদ হোসেন শাকিল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক সদস্য ও ময়মনসিংহ বিভাগ প্রস্তুতি সভার সহ সমন্বয়ক-২ এডভোকেট আশরাফ জালাল খান মনন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাজনীতি নিয়ে কোন ছিনিমিনি খেলতে যুবদল দিবে না, ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে সফল করতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঢাকায় চলি। বক্তাগণ বলেন, তারেক রহমান ডাক দিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠন মাঠে নেমে আসবে। জিয়া পরিবারের ক্ষমতার আকাক্সক্ষা থাকতো তাহলে তারেক রহমান দেশে ফিরে এসে সমাবেশ করতো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার লোভে লোভি নয়। এরা চায় সাধারণ মানুষের শান্তিতে রাখতে। দেশ ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে এটাই আমাদের দলের প্রধানের চাওয়া। আজ দেশের মানুষ নির্বাচন চায়। ফ্যাসিস্ট সরকার ক্ষমতাচ্যুত হয়ে দেশে থেকে পালিয়ে যাওয়ার পর আরেকটি শক্তি জেকে বসেছে। অতিদ্রুত দেশে সাধারণ নির্বাচন না দিলে দলের কেন্দ্রীয় ঘোষণার পর যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।
এসময় শেরপুর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি জিতেন্দ্র চন্দ্র মজুমদার, সহ-সভাপতি মীর কাসেমসহ শেরপুর জেলা, উপজেলা, পৌর যুবদলের নেতৃবৃন্দ ও কর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।