এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ মে (বৃহস্পতিবার) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি পদে সোলেমান মুন্সী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজমীর হোসেন শরীফ ও সাংগঠনিক সম্পাদক পদে শাহাদাৎ হোসেন রবিন রয়েছেন।