
মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কের সীতাকুণ্ডে উপজেলার কুমিরার অংশে সরকারি জায়গায় উপর অবৈধ পার্কিং নিরসনের দাবিতে এবং হাফেজ মোহাম্মদ দিদারুল আলমের মৃত্যুর বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করেন, কুমিরা ও সোনাইছড়ি ছাত্রসমাজ। কুমিরায় যেখানে সেখানে শিল্প কারখানার অবৈধভাবে গাড়ি পার্কিং করার ফলে প্রাণহানিসহ ঘটছে দুর্ঘটনা, যানজট ও জন-সাধারণের নানা বিড়ম্বনা। দুর্ঘটনায় গত দুই দিনে অন্তত ৩ জনের প্রাণহানির ঘটনায় অন্যতম দায়ী এ পার্কিং। সীতাকুণ্ডে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এবং রয়েল গেট হাইওয়ে মহাসড়কে সব সময় ২০-২৫টা হিউম্যান হলার ও মিনিবাস এবং শিল্প কারখানার বিভিন্ন মালবাহী ট্রাক,লড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ কারণে সীতাকুণ্ড উপজেলার কুমিরার এই অংশে প্রায় যানজট ও দুর্ঘটনা লেগেই থাকে।
সীতাকুণ্ডে উপজেলার কুমিরা রয়েল গেট কেডিএস,কেওয়াই সিআর,নেমসান,পিএইচপি,কর্ণফুলী স্টীল মিলস,রয়েল সিমেন্ট, কে এস আর এম,এর সামনে প্রতিদিন দেখা যায় দীর্ঘ সারিতে ট্রাক ও লরি দাঁড়িয়ে আছে। এ ছাড়া কুমিরা গার্লস স্কুল ও কলেজের সামনে বিভিন্ন গাড়ি পার্কিং করা হয়। মহাসড়কে দাঁড়িয়ে থাকে গাড়ি আর গাড়ির জন্য প্রতিদিনই বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখী হতে হচ্ছে স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীদের।চট্টগ্রামের প্রবেশদ্বার মহাসড়কের সীতাকুন্ড অংশে প্রতিদিন অন্তত ৩৫ হাজার গাড়ির চলাচল করে। ব্যস্ততম এই রাস্তার একপাশে দীর্ঘসারিতে গাড়ি দাঁড়িয়ে থাকার কারণে রাস্তা সংকুচিত হয়ে যায়। পাশাপাশি দুটি গাড়ি চলার মতো জায়গা অবশিষ্ট থাকে না। যার ফলে প্রায় সৃষ্টি হয় যানজট আর রাস্তা পার হতে গিয়ে স্কুল -কলেজ পড়ুয়া ছাত্র -ছাত্রী, শ্রমিক, কর্মচারী ও পথচারীরা পড়ে দুর্ঘটনায়। এই মানববন্ধনে কুমিরা গার্লস স্কুল এণ্ড কলেজ,কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকাবাসী সহ প্রায় দুই হাজার লোক সমবেত হয়।এই সময় কুমিরা গার্লস স্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক বলেন, হাইওয়ে পুলিশের সঠিক তৎপরতার অভাবকে দায়ী করেন। তাদের এই অবৈধ গাড়ি পার্কিং এর কারণে সব সময় এই ধরনের দূর্ঘটনা হচ্ছে।
এই মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা বলেন,এই শিল্প কারখানার অবৈধ গাড়ি পার্কিং এর কারণে আমাদের আসা যাওয়ার সমস্যা হয় এবং তাদের কে বিভিন্ন ইভটিজিং করা হয়। অবিলম্বে এই সব অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করার জন্য সরকার এবং প্রশাসনের প্রতি আহবান জানান।