
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া নগরপাড় এলাকায় দুলাল মিয়া নামে এক ব্যাবসায়ীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন । সোমবার ( ১৯ মে ) সকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া (৫০) উপজেলার সাহেবাবাদ ইউপির নগরপাড় গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে দুলাল মিয়া বাড়ির পাশে গাছ কাটতে যান। গাছ কাটার সময় গাছের সঙ্গে লেগে থাকা বিদ্যুতের তারের মাধ্যমে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দেলোয়ার হোসেন জানান, নগরপাড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।