মোঃ তারিকুল ইসলাম তুহিন,জেলা প্রতিনিধি, মাগুরাঃ
মাগুরায় সদর উপজেলার আবালপুর গ্রামে সেনা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে অবৈধ ফেন্সিডিল,নগদ টাকা সহ ৫ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
সোমবার রাত ০৮:০০ ঘটিকার সময় মাগুরা সেনা ক্যাম্পের অভিযানিক দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৌর শহরের আবালপুর গ্রামের এলিচ মোল্যার বাড়িতে রাত ০৮:০০ ঘটিকা হতে ০৯:০০ ঘটিকা পর্যন্ত এক ঘন্টা অভিযান চালিয়ে ১১৬ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির ৩৬ হাজার টাকা সহ এলিচ মোল্য, এলিচ মোল্যার স্ত্রী আখিঁ বেগম,সজীব মাহমুদ সাং আবালপুর,শহরের কাউন্সিল পাড়ার রবিউল শরীফ ছেলে হাসান শরীফ সর্বথানাঃ মাগুরা, ,সজীব মাহমুদের স্ত্রী সোহানা আফরিন সাং খলিশাখালী থানা মহম্মদপুর সর্ব জেলা মাগুরা দের আটক করতে সক্ষম হয়।
এই অভিযানের বিষযে মাগুরা সদরস্হ সেনা ক্যাম্প মাধ্যমে জানা যায়, গোপন সংবাদ আসে আবালপুর গ্রামের এলিচ মোল্যার বাড়িতে মাদক ও অস্ত্র আছে। এমন সংবাদের ভিত্তিতে সেনা বাহিনীর একটি চৌকস দল সহ যৌথ অভিযান পরিচালনা করে, মাদক,মাদক বিক্রয়ের নগদ টাকা সহ পাঁচ জন কে আটক করা হয়েছে। অভিযানের বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জাফরুল আলম জানান এলিচ মোল্যা এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তাকে আমরা অনেকবার ধরার চেষ্টা করা করেছি কিন্তু তাকে ধরা যায়নি এবার তাকে যৌথ অভিযানে গ্রেফতসর করতে সক্ষম হয়েছি। সেনা বাহিনী জব্দকৃত মালামাল সহ তাদের কে আমাদের কাছে হস্তান্তর করেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।