নিজস্ব প্রতিবেদক।
ঢাকা আইনজীবী সমিতির আয়োজনে বৈশাখী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) ঢাকা জজ কোর্টে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় বিচারপতি আকরাম হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন, মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলম ভূঁইয়া,চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য বিচারকমন্ডলী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খোরশেদ মিয়া আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী যুব আইনজীবী কল্যাণ সমিতি, ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী কল্যাণ সমিতি, রস রাজ্য জুস গ্যালারি, সিভিল ল’ ফাউন্ডেশন, খুলনা বিভাগ, চড়ুইভাতি, ছমিরন ভাতের ঘর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নামে স্টল থেকে বিনামূল্যে নানা ধরনের দেশীয় ফল ও ঐতিহ্যেবাহী মিষ্টি খাওয়া হয়।