
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৩ মে ২০২৫ তারিখ ২২০০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল নওগাঁ জেলার সদর থানাধীন হাসাইগাড়ী ইউনিয়নের ভীমপুর এলাকায় অভিযান পরিচালনা করে মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ আসামী ১। শাহজালাল (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ঘটনার সহিত জড়িত অপর আসামী ২। সাইফুল (৬২) কৌশলে পালিয়ে যায়। ঘটনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী শাহজালাল এবং পলাতক আসামী সাইফুলদ্বয় কালো পাথরের মূর্তি পাচারকারী দলের সদস্য। তারা কালো পাথরের বিষ্ণুমূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করতঃ সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দাদল ধৃত আসামী শাহজালাল এবং পলাতক আসামী সাইফুল দ্বয়ের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
অতঃপর ১৩-০৫-২০২৫ তারিখ ২২০০ ঘটিকায় নওগাঁ জেলার সদর থানাধীন হাসাইগাড়ী ইউনিয়নের ভীমপুর এলাকায় র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল কর্তৃক অভিযান পরিচালনা করে সাক্ষীদের উপস্থিতিতে আসামী শাহজালাল এর মাটির বসতবাড়ীতে অভিনব কায়দায় প্লাস্টিকের বস্তার ভিতরে লুকিয়ে রাখা মুল্যবান কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার পুরো নাম ১। মোঃ শাহজালাল হোসেন (৩৫), পিতা- মৃত লয়েজ উদ্দিন, সাং-ভীমপুর, থানা ও জেলা- নওগাঁ, সে অকপটে স্বীকার করে যে, পলাতক আসামী ২। মোঃ সাইফুল ইসলাম(ইউপি সদস্য, ০৮ নং হাসাইগাড়ী) (৬২), পিতা- মৃত আব্দুল প্রামাণিক গোয়াল, সাং-চকমহাদেব, থানা ও জেলা- নওগাঁ ইং ১১/০৫/২০২৫ তারিখে প্রাচীন কালো কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি পার্শ্ববর্তীদেশে পাচারের উদ্দেশ্যে তার কাছে রাখে এবং ধৃত আসামী শাহজালাল আরো জানায় যে, সুযোগবুঝে পলাতক আসামী মোঃ সাইফুল ইসলাম উল্লেখিত প্রাচীন কালো পাথরের “বিষ্ণুমূর্তি” টি পাচার করবে। ধৃত আসামী ও পলাতক আসামী অবৈধভাবে প্রাচীন মূল্যবান কালো পাথরের বিষ্ণু মূর্তি অবৈধভাবে সংগ্রহ করে পার্শ্ববর্তীদেশে (বিদেশে) পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে The Special Powers Act, ১৯৭৪ এ শাস্তিযোগ্য অপরাধ করেছে।
কষ্টি পাথরের কালো বিষ্ণু মূর্তি পাচারকারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে গ্রেফতারকৃত আসামী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতে নওগাঁ জেলার সদরথানায় হস্তান্তর করা হয়েছে।