
নিজস্ব প্রতিবেদক।
সংবাদকর্মী ও সুশীল সমাজকে নিয়ে সোস্যাল মিডিয়ায় (প্রকাশ অযোগ্য) গালাগাল করা মঈনুল ইসলাম জাফরি নামক ব্যাক্তির বিরুদ্ধে লাকসাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন দৈনিক মানবজীবন লাকসাম উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম।
শনিবার (৩ মে) লাকসাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সময় স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। লাকসাম ইক্বরা মহিলা মাদ্রাসায় ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ ও প্রকাশ করার সময় জাফরীসহ সংঘবদ্ধ একটি চক্র সোস্যাল মিডিয়ায় আক্রমণ চালায়। এতে দমে না গিয়ে নিয়মিত সংবাদ সংগ্রহ করতে থাকলে জাফরি ক্ষিপ্ত হয়ে সংবাদকর্মী ও সুশীল সমাজকে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় কটুক্তি করার পর সংবাদকর্মীগন ও সাধারণ মানুষেরা লাকসামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এরপর সাধারণ ডায়েরি করে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য লাকসাম থানায় আবেদন করেন দৈনিক মানবজমিন পত্রিকার লাকসাম উপজেলা প্রতিনিধি সাংবাদিক কামরুল ইসলাম। এর মধ্য দিয়ে বিষয়টি আইনগত ভাবে সুরাহা হবার পথ সুগম হলো বলে মনে করছে স্থানীয় সুশীল সমাজ ও সংবাদকর্মীরা।
উল্লেখ্য আলোচিত ইক্বরা মহিলা মাদ্রাসায় পড়ুয়া ছাত্রী সামিয়া আক্তার (১৩) হত্যার শিকার হয়েছে অভিযোগে একটি হত্যা মামলা করে সামিয়ার পরিবার। মামলাটি চলমান অবস্থায় নতুন করে সংবাদকর্মীরা জাফরির নামে জিডি করেন। জানা যায়, জাফরি ইক্বরা মাদ্রাসার পরিচালক আব্দুল আজীজের মেয়ের জামাতা। তাই মাদ্রাসাকে বিপদমুক্ত রাখতে সে সংবাদ কর্মীদের আক্রমণ করে দমিয়ে রাখতে চেয়েছিলো। কিন্তু সংবাদকর্মীরা তাদের দায়িত্ব পালন অব্যহত রাখে, শুরুতে গুরুত্ব না দিলেও এক পর্যায়ে সামিয়ার পরিবারের হত্যা মামলাটি গ্রহণ করে লাকসাম থানা।