
মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি মে দিবস হিসেবেও বিশ্বজুড়ে পালিত হয়। শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও সংগ্রামের প্রতীক এ দিবস। কুমিল্লা মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাস স্টেশন এলাকায় যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে কোম্পানীগঞ্জ শ্রমিক ইউনিয়ন। সে ধারাবাহিকতায় আজ কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি:নং বি-৯৩৮ কোম্পানীগঞ্জ শাখা আলোচনা সভা ও র্যালি আয়োজন করে। বৃহস্পতিবার (১লা মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানিগঞ্জ বাসস্ট্যান্ডে জেলা পরিষদ যাত্রী ছাউনির সামনে থেকে কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং বি-৯৩৮ কোম্পানীগঞ্জ শাখা সকাল ১১ টায় আলোচনা শেষে একটি র্যালি বের করেন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। র্যালিটি কোম্পানীগঞ্জ জেলা পরিষদ যাত্রী ছাউনির সামনে থেকে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক দিয়ে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে আবার জেলা পরিষদ যাত্রী ছাউনির সামনে এসে শেষ করেন। এবার দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে। এ স্লোগানের মাধ্যমে দেশের সকল শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান জানিয়েছে।
কোম্পানীগঞ্জ শ্রমিক ইউনিয়নের আহবায়ক হাজী ইদ্রিস মিয়া বলেন, ১৮৮৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে বহু শ্রমিক জীবন দেন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এ দিনটিকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করে আসছে। আমরা আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছি। আমার নেতা সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, মুরাদনগর উপজেলার সাবেক ৫ বারের এমপি আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার নির্দেশনায় সবসময় আমাদের শ্রমিকদের সুযোগ-সুবিধায় বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি। কোম্পানীগঞ্জ শ্রমিক ইউনিয়নকে সুসংগঠিত শ্রমিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত আছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং বি-৯৩৮ কোম্পানীগঞ্জ শাখার আহবায়ক হাজী মোঃ ইদ্রিস মিয়া, কার্যকরী পরিষদের সভাপতি মোঃ তফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক আনিছুর রহমান চৌধুরী, মিজানুর রহমান (সদস্য), রফিকুল ইসলাম (সদস্য), মোস্তফা (সদস্য), আব্দুল আলিম (সদস্য), সফিকুল ইসলাম, ফিরুজ ড্রাইভার, আবুল খায়ের কেরানী, কামাল ড্রাইভার, আজিম, জাকির হোসেন, ওমর আলী, ইয়াসিন হাফেজ সহ প্রমূখ।
প্রসঙ্গত, শ্রমিকদের আত্মত্যাগের এই দিন পহেলা মে সারা বিশ্বে প্রতি বছর একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালন করা হয়। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ‘হে মার্কেটে’র শ্রমিকরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় ৮ ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে প্রতি বছর বিশ্বজুড়ে দিনটি মহান মে দিবস হিসেবে পালিত হচ্ছে।