মোঃ আনিছ মাল ভালুকা
ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের দুই পাশে বসা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান করছে উপজেলা প্রশাসন। সোমবার সকালে ভালুকা বাসস্ট্যান্ড পাঁচ রাস্তার মোড় ও মহাসড়কের দুই পাশে বসা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়।
অভিযান পরিচালনা করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় সড়কের দুই পাশে বসা অন্তত তিন শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে নির্বাহী কর্মকর্তা বলেন,ভালুকার বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরশনে স্থানটি বেশ গুরুত্বপূর্ণ। এ কারণে সড়কটিতে থাকা বিভিন্ন দোকান,অবৈধ পার্কিং,কাঁচাবাজার উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি নতুন করে দোকান যেনো মহাসড়কে দুই পাশে বসতে না পারে সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।