
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে সময় টিভির সাংবাদিক বাহার রায়হানের উপর হামলা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় কুমিল্লা নগরীর পূবালী চত্বরে এ ঘটনা ঘটে। কুমিল্লা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সাংবাদিক বাহারের ডান পায়ে তিনটি সেলাই লেগেছে। তার পায়ে অনেক রক্তক্ষরণ হয়েছে৷ আহত সাংবাদিক বাহার রায়হান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা হয়। এ সময় পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলের ছবি ফুটেজ সংগ্রহকালে বাহার রায়হানের উপর অতর্কিত হামলা চালায় একদল দূর্বৃত্ত। এ সময় একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে দূর্বৃত্তরা নিবৃত্ত হয়৷ তারা কারা এমন প্রশ্নে বাহার রায়হান বলেন, হামলাকারীদের তিনি চেনন না। তারা পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মী কিংবা আওয়ামী লীগের লোকজন হতে পারে।
এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, এঘটনায় এখন পযর্ন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।