মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলা-২৫ উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। এসময় একটি র্যালি ভূমি অফিসের সামনে প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর ভূমি অফিস প্রাঙ্গনে আলোচনা সভা ও ভূমি সপ্তাহ -২৫ লেখা সম্বলিত উপহার প্রদান করা হয় বিভিন্ন সেবা গ্রহীতা,ইউনিয়ন ভূমি কর্মকর্তা কর্মচারিবৃন্দদের মাঝে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশল আলমগীর বাদশা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজ্জাম্মল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লুতৎরনেছা, বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা-কর্মচারিবৃন্দসহ সেবাগ্রহীতারা। এই তিন দিনব্যাপী ভূমি মেলার প্রথম দিনে ই সেবা প্রাথীদের উপচেপড়া ভিড়ে জমজমাট পরিবেশের সৃষ্টি হয়েছে।ভূমি মেলাটি আগামী বুধবার পযন্ত চলবে।