জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে (অপারেশন ডেভিল হান্ট) আওয়ামী লীগের স্থানীয় দুই নেতাকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন রামচন্দ্রপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাটাবুনিয়া গ্রামের বাসিন্দা আব্দুল জলিল শেখ (৭৮) এবং ভাটখালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ছবেদ আলী (৬৫)। থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে। পরে শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে পুলিশ তাদেরকে বাগেরহাট আদালতে সোপর্দ করে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবুর রহমান জানিয়েছেন, “ডেভিল হান্ট অপারেশনের আওতায় আইনশৃঙ্খলা রক্ষায় সন্দেহভাজন হিসেবে এই দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না, তবে আদালতে রিমান্ড আবেদন করা হতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুইজনই দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের আটকের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র বলে দাবি করছেন, আবার কেউ কেউ বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী হয়তো সুনির্দিষ্ট কোনো তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ নিয়েছে।