উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর পত্নীতলার নজিপুরে বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মুগ্ধ কমিউনিটি সেন্টারে ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা নেটওয়ার্কের নওগাঁ জেলা ফোরাম কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পরিচালনায় ফোর্ব ফোরাম গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন ফোর্ব এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা সাজেদুর রহমান দুলাল। এসময় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এলাকা সমন্বয়কারী আসির উদ্দিন সহ পত্নীতলা, মহাদেবপুর, ধামইরহাট, সাপাহার এবং বদলগাছি উপজেলার ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল এদেশে প্রতিটি নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একটি শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়া প্রতিটি নাগরিকের দায়িত্ব। বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্বৃদ্ধ ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা প্রত্যেকে বদ্ধ পরিকর।
একটি মানবিক, ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে প্রতিটি মানুষ থাকবে নিরাপদ, প্রত্যেকের ধর্ম, সংস্কৃতি বা বিশ্বাস অক্ষুন্ন রেখে মর্যাদার সাথে শান্তিপূর্ণ জীবন যাপন নিশ্চিত হবে। সকলের সম্মিলিত উদ্যোগে সম্প্রীতির নওগাঁ জেলার আকাংখায় সপ্রীতির এই অভিযাত্রা। সভায় বিগত দিনে ফোর্ব আহবায়ক কমিটি কর্তৃক পরিচালিত কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম বেগম শেফা, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন পাহান, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি রেবেকা সরেন, মহাদেবপুর পিএফজি’র সমন্বয়ক এম সাখাওয়াত হোসেন, বদলগাছি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া, সাবেক কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন, এনজিও কর্মকর্তা ইউনুছার রহমান প্রমুখ।
আলোচনা শেষে ৩৫ সদস্য ফোর্ব এর নওগাঁ জেলা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সাজেদুর রহমান দুলালকে সভাপতি, এম সাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক ও মরিয়ম বেগম শেফাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি বেলি আক্তার, প্রদীপ সাহা ও গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পরেশ টুডু, কোষাধ্যক্ষ মোসাদ্দেক হোসেন মুসা, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন ও সুমন কুমার রবিদাস, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, জীবন চক্রবর্তী ও পাস্টর মিলন, নির্বাহী সদস্য রেবেকা স্বরেন, টিপু সুলতান ও মো. আইনুল হোসেন। নবগঠিত কমিটি জেলার বিভিন্ন প্রান্তে ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা ক্ষুন্ন হতে পারে এমন স্থান চিহ্নিত করে জনসচেতনতামুলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেন।