উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখল ও হস্তান্তর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ২৭ মে মঙ্গলবার দুপুরে মহাদেবপুর উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিস চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় আয়োজিত সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্য রাখেন, ভূক্তভোগী বিমান সরকার, আবুল কালাম, সাইফুল ইসলাম, আফাজ উদ্দিন, আবেদ আলী, সোহরাব হোসেন, কছিমুদ্দিন, সঞ্জয় সরকার প্রমূখ। বক্তারা এ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, উপজেলার সিদ্দিকপুর মৌজার হাল ১১৭ নং খতিয়ানের ৭.২২ শতক জমির মধ্যে ৫ একর জমি নিয়ে শিবরামপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোতাহার আলী গং এর সঙ্গে শিবগঞ্জ গ্রামের মৃত সুদর্শন সরকারের পুত্র বিমান
সরকার গং এর দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো।এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ভূক্তভোগীদের দাবি যে, ১৯৩৩ সালের দলিল,১৯৩৬ সালের জীবনস্বত্ত্ব হিসেবে ডিগ্রী থাকার পরেও ২ পক্ষ বিনিময় করে ভারতে চলে যান। বিনিময় পার্টিরা অত্র এলাকার বিভিন্ন লোকজনের কাছে তাদের জমি হস্তান্তর করে যাওয়ার পর হতে অদ্যবধি জমিগুলো ভোগদখলে আছেন। bএমতাবস্থায় নামজারি বাতিলের আবেদন করাসহ আদালতে মামলা চলমান থাকাবস্থায় ভূয়া দলিলের মাধ্যমে ভূমি দস্যুরা সংখ্যালঘু পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখল ও হস্তান্তরের চেষ্টা করছে। এ সংবাদ সম্মেলনে ওইসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করা হয়।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি