আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে আত্মরক্ষার্থে আট রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে এবং মাদকসহ দুইজন ব্যবসায়ীকে আটক করে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৬টার উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী নন্দলাল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ যাদুরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলগার চর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন, মানিক মিয়া, ইসমাইল, এরশাদের বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে তল্লাশি করে সাড়ে চার কেজি গাঁজা, তিন হাজার পঁয়তাল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট, চারটি ১০০ রুপির নোট, ৪০০ ইন্ডিয়ান রুপি, ৩টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করে। অভিযানের সময় মানিক ও আনোয়ারকে আটক করে নিয়ে আসার সময় তাদের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী আসামিদের ছিনিয়ে নিতে লাঠিসোঁটা, হাসুয়া, কাঁচি, চাপাতি নিয়ে পুলিশের ওপর অতর্কিতভাবে ইটপাটকেল ছুড়ে হামলা করে। একপর্যায়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আট রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
এ সময় তাদের হামলায় আহত হন এএসআই মনির হোসেন ও কনস্টেবল রাকিবুল। আহতদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আট রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ সময় মানিক, আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুইজন মাদক ব্যবসায়ী ইসমাইল, এরশাদ পলাতক রয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি