এম. এস. আই শরীফ, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
ঐতিহ্যবহনকারী নির্দলীয় নিরপেক্ষ দেশের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান "আম ফাউন্ডেশন, ভোলাহাট" প্রতিবছরের ন্যায় আম মৌসূমের শুরুতে এবারেও উপজেলায় পরিপক্ক আম সংগ্রহ ও বাজার জাতকরণের শুভ উদ্বোধন মঙ্গলবার (২৭ মে '২৫) বেলা ১১টায় তাদের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পদাধিকারবলে সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, বিএমডিএ'র সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া।
আম ফাউন্ডেশনের সদস্য সচিব মুনসুর আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ইউসিসিএলিঃ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, আম ফাউন্ডেশন, ভোলাহাট'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, আম ফাউন্ডেশনের এডহক কমিটির সদস্য সাবেক সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন, লাল দেওয়ান, জামশেদ আলী, নওশাদ আলীসহ উপজেলার ৪ ইউনিয়নের প্রতিনিধি সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধীজন ও স্থানীয় বিভিন্ন প্রেস ইলেক্ট্রো মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আম ফাউন্ডেশনের সভাপতি ও সদস্য সচিব উপস্থিত সকলকে উদ্দ্যেশ্য করে বলেন, অন্যান্য বারের ন্যায় এবার আম ফাউন্ডেশনের রীতিনীতি ভিন্ন ও কঠোর হবে। আম ব্যবসার নামে কেউ বেআইনী কাজে জড়িত থাকলে, তাকে শক্তহাতে দমনসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পুলিশ প্রশাসন সকলের সুদৃষ্টি রাখার জন্য সর্বদা নিয়োজি9ত থাকবে। অন্যায়কে কোন রকমেই ছাড় দেয়া হবে না।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে "আম ফাউন্ডেশন" এর পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও, ওসি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, আম ফাউন্ডেশনের সকল সদস্য, সুধীজন, আম বিক্রেতা ও ব্যবসায়ীমহলের দৃশ্য।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি