এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা দেবীদ্বার পৌর এলাকার বারেরা বাস স্টেশনে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা বাস স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক সানা উল্লাহ সরকার (৩৫) উপজেলার বাঙ্গুরী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে কুমিল্লাগামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে সানা উল্লাহর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। পরে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় চালক সানা উল্লাহকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ পারভেজ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি