মো:রমিজ আলী, সসীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন ৮নং সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকা থেকে ছিনতাই হওয়া দেশি জাতের ১২টি গরু তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, গত ২৫ মে ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রামগামী একটি ট্রাকে থাকা ১২টি গরু ছিনতাই হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে এবং আধুনিক প্রযুক্তি ও সোর্সিংয়ের মাধ্যমে গরুগুলোর অবস্থান চিহ্নিত করে। গতকাল রাতে সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারি ইউনিয়নের বিএসবি হাসপাতালের সামনে একটি খালি জায়গা থেকে গরুগুলো উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত গরুগুলোর বর্তমান বাজার র্মোট মূল্য আনুমানিক ২২ লক্ষ টাকা।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, ছিনতাইকারীদের চিহ্নিত করতে আমরা কাজ করছি এবং গরু মালিকের হেফাজতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।স্থানীয় জনগণ ও পশুব্যবসায়ীরা পুলিশ প্রশাসনের এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি