আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ চাপড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৪জন আহত হয়েছেন।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে জমির নিয়ে বিরোধ চলছিল। বিকালে উক্ত জমি দিয়ে রাস্তা তৈরির চেষ্টা করে আমরা বাধা দিতে গেলে তারা দেশি অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এসময় আহত হয় দক্ষিণ চাপড়া গ্রামের মৃত নুরুল সরদার এর স্ত্রী জরিনা বেগম, খোকন সরদার এর স্ত্রী নূর নাহার বিউটি, নওয়া মেয়ে অনজিলা খাতুন ও সেজো মেয়ে বিলকিস খাতুন। সেনাবাহিনী খবর পেয়ে সরজমিন গিয়ে আহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় এক জনকে আটকসহ দেশি অস্ত্র উদ্ধার করে।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমরান জানান, আহত ৪ জনের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর ছিলো। তাকে সেলাই ও ব্যান্ডেজ করে অন্য ৩ জনসহ ভর্তি করা হয়েছে। আশাশুনি থানা অফিসার ইনচার্জ ওসি বলেন ভুক্তভোগী পরিবারের সেজো মেয়ে বিলকিস খাতুন বাদী হওয়ে একটি এজাহার দাখিল করেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি