হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
কম্যুনিটির পরিচিত মুখ লায়ন আহমেদ সোহেল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব এডুকেশনে কর্মরত একজন আইটি বিশেষজ্ঞ ,তথ্য প্রযুক্তির পাশাপাশি সোহেল বর্তমানে বাংলাভিশন নর্থ আমেরিকার চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসাবে কম্যুনিটিতে কাজ করে যাচ্ছেন ! আজ মংগলবার নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২৫-২০২৬ নির্বাচনে সাধারণ সম্পাদক হিসাবে সকল সতন্ত্র ভোট চান । ! আজ ২৭ মে মংগলবার,নিউইয়র্কের বাংগালি অধ্্যশিক জ্যাকসন হেইটসের সানাই রেস্টুরেন্টে লায়ন্স ক্লাবের বাৎসরিক এই নির্বাচন অনুষ্ঠিত হবে ! সম্প্রতি বাপসনিউজের সাথে এক আলাপচারিতায় আহমেদ সোহেল লায়ন্স ক্লাবের সকল সদস্যসহ কমিনিটির সকলের কাছে সহযোগিতা প্রত্যাশা করেছেন ! পাশাপাশি আহমেদ সোহেল আই ডাটাকোর ইনফোটেক ইনস্টিটিউট নামে একটি আইটি প্রতিষ্ঠানও পরিচালনা করে আসছেন !
আহমেদ সোহেল নিউইয়র্কের বিখ্যাত সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে বায়োকেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স এ গ্রাডুয়েশন করে পরবর্তীতে বিশ্ব বিখ্যাত নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় এ পিএইচডি রিসার্চ এ মনোনিবেশ করেছিলেন. একসময়ে যুক্তরাষ্ট্রের মেডিকেল কলেজে পড়াশুনার প্রচন্ড আকাঙ্খা থেকে দিনরাত পরিশ্রম করে প্রস্তুতি নিচ্ছিলেন. অবশেষে এক পর্যায়ে তথ্য-প্রযুক্তির প্রতিযোগিতামুলক এই বিশ্বে ক্রমবর্ধমান বিকশিত আই টি ফিল্ডের লোভনীয় চাকরীর সুযোগ গ্রহণ করেন. অত্যন্ত সফলতার সাথে বেশ কয়েকবৎসর চাকরি করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই মেধাবী ছাত্র নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির কথা বিবেচনা করে বেশ কয়েকবৎসর আগে আই ডাটাকোর ইনফোটেক ইনস্টিটিউট প্রতিষ্টিত করেন. নিউইয়র্ক কমুনিটির পরিচিত মুখ লায়ন আহমেদ সোহেলের সাথে আলাপচারিতায় তথ্য প্রযুক্তির বিভিন্ন দিক উঠে আসে।
আহমেদ সোহেল বর্তমানে লং আইল্যান্ডের ভ্যালি স্ট্রিমে বসবাস করছেন ! তার সহধর্মিনী,এক ছেলে ও এক মেয়ে রয়েছে. এক নজরে কেন আহমেদ সোহেলকে লায়ন্স ক্লাব সেক্রেটারী হিসাবে নির্বাচিত করবেন এমন আশাবাদ ব্যক্ত করেছেন ।