এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী এক কিশোর গ্যাং লিডারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ৭টায় কুমিল্লা নগরীর আওয়ামী লীগের অফিস এলাকা রামঘাটলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি রুদ্র চন্দ্র দাস (২২) কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার রামঘাটলা ৪৫/১ নম্বর বাড়িতে বসবাস করেন, যা আওয়ামী লীগ অফিসের পাশে অবস্থিত। তার বাবার নাম স্বপন চন্দ্র দাস।
জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুদ্র স্বীকার করেছে, সে ও তার বন্ধু সুজন মিলে একটি কিশোর গ্যাং গঠন করেছে। যাদের হাতে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র আছে। তারা ভারতীয় সীমান্ত ব্যবহার করে অস্ত্র চোরাচালান করে এবং তা দেশের অভ্যন্তরে বিক্রি করে। রুদ্র ও তার সহযোগীরা আওয়ামী লীগের ক্যাডার এবং রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত। এখনও তাদের মাধ্যমে অনেকেই অস্ত্র কেনা ও আমদানি কার্যক্রম পরিচালনা করছে। যৌথবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেনাবাহিনীর বিশেষ অবৈধ অস্ত্র উদ্ধারকারী দল ২৩ বীরের এ অভিযান কুমিল্লা অঞ্চলে অবৈধ অস্ত্র চক্রের সন্ধানে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। আটক রুদ্রকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, রুদ্রকে থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি। সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি