আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে, উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সরাইল জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দীকির সভাপতিত্বে ও সদস্য সচিব নুর আলম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি মো: শামীম মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মুছা ও সৈয়দ তৈয়মুর রেজা, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, সরাইল উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নুরুল আমিন মাস্টার। এছাড়া উপজেলার প্রত্যেক ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সদস্য সচিবগণ বক্তব্য রাখেন। তারা হলেন দ্বীন ইসলাম, আমান উল্লাহ সিপন, মিয়া মোহাম্মদ খোকন, আতাউল্লাহ, আকরাম খান, কাজী আ: হাফিজ, মোর্শেদ জামান জালাল ও শাহীন আলম প্রমুখ। বক্তরা আগামী ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে সমাবেশে সকলে যোগদান করার আহবান জানান।