জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় ভূমি মেলা উদ্বোধনী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা ভূূমি অফিসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আরিফ আদনান।
এর আগে একটি বিশাল র্যালি বের করা হয় এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম, ইউনিয়ন ভূমি অফিসের সহকারি কর্মকর্তা ফরহাদ হোসেন শাহ্ ও মাহবুবুর রহমান। এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি অফিসের সহকারি কর্মকর্তা ও সেবা গ্রহিতাগণ অংশ গ্রহণ করেন।