আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) দুপুর ১টার দিকে উপজেলার সিএনজিস্ট্যান্ড থেকে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নাগেশ্বরী উপজেলার নীলুর খামার কাশিরভিটা এলাকার বাসিন্দা রবিউল ইসলাম রবিন (২৭) ও একই এলাকার বাসিন্দা আনিসুর রহমান (৩৫)। মাদকসহ ২ ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান।
তিনি জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিএনজি স্ট্যান্ডে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশের একটি বিশেষ টিম। এ সময় ১৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি