এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ৩ দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে পালিত হয়েছে।
"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান নেতৃত্বে রোববার (২৫ মে ২০২৫) সকাল ১০টায় ভূমি মেলার একটি বিশাল বর্ণাঢ্য রেলী নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফিতা কেটে এ মেলার উদ্বোধন ও আলোচনা সভায় মিলিত হয়। রেলী ও আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, প্রাণী সস্পদ অফিসার মোঃ শাহ্ জালাল, তথ্য উদ্যোক্তা অফিসার নাসরিন আক্তারসহ প্রশাসনের অন্যান্য অফিসারগণ।
এছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ, স্থানীয় ইলেক্ট্রো ও প্রেসমিডিয়ার সাংবাদিকগণ এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা উপজেলার ৪টি ইউনিয়ন থেকে আসা ভূমি সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। ছবিক্যাপশনঃ ভোলাহাটে উপজেলা ভূমি মেলা ২০২৫ পালনে বিশাল বর্ণাঢ্য রেলী ও ভূমি মেলার উদ্বোধনের ফিতা কাটা এবং আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি ইউএনও। পাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীদের ছবি।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি