ইয়াছিন আরাফাত, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যে চান্দিনায় তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। রবিবার(২৫ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভূমি অফিস এর আয়োজনে,ভূমি মন্ত্রণালয়,ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প এর সহযোগিতায় মেলা ও গণশুনানির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা কমিশনার ভূমি ফয়সাল আল নুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি প্রফেসর শামসুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন খান,উপজেলা ভূমি কর্মকর্তা কানুনগো, লোকমান হোসেন। পৌরসভা সহ উপজেলার সকল ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা,প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ও সাধারণ জনগণ সকলে এই ভূমি মেলায় অংশগ্রহন করেন।