মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
কুমিল্লা মুরাদনগর উপজেলার গুনজুর গ্রামে ২৩শে মে ২০২৫ রোজ শুক্রবার দুপুর তিনটার সময় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক মৃত খাইরুল আলমের স্ত্রী মনোনীত জান্নাতুল ফেরদৌসির হাতে বিমা অংকের (তিন লাখ ৩০ হাজার পাঁচশত ৬৩ টাকার) চেক দোলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কুমিল্লার বিশ্বরোড এরিয়া ব্রাঞ্চ ম্যানাজারঃ রাকিব হাসান, ব্রাঞ্চ ম্যানাজারঃ মোঃ মাসুম, ব্রাঞ্চ ম্যানাজারঃ মোসাম্মৎ কোহিনুর আক্তার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক ব্রাঞ্চ ম্যানাজার, আব্দুল হালিম, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৮সে জুন ২০২৩ মৃত খাইরুল আলম, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে ১২ বসর মেয়াদি (তিন লাখ ৩০ হাজার পাঁচশত ৬৩ টাকার) প্রিমিয়াম করেন,এবং মাত্র ২১ কিস্তি ৬৩ হাজার টাকা জমা দিয়ে এক সপ্তাহ পর, ১২ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন, কিন্তু এক মাস পর বীমা কোম্পানি তার মৃত্যুর খবর জানার সাথে সাথে ১০ দিনের মধ্যে বীমার দাবি নিষ্পত্তি করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। বীমা কোম্পানি কতৃপক্ষ মৃতের মনোনিতক জান্নাতুল ফেরদৌসির হাতে( তিন লাখ ৩০ হাজার পাঁচশত ৬৩ টাকার) চেক তোলে দেন। এসময় মৃত খাইরুল আলমের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, আমি বীমা কোম্পানির কাছে চির কৃতজ্ঞা প্রকাশ করছি, এক মাসের মধ্যে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স আমাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে, সত্যিই তাদের এই উদ্যোগ প্রশংসনীয় বলে জানান তিনি।
ব্রাঞ্চ ম্যানাজার, রাকিব হাসান বলেন, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সে বর্তমান গ্রাহকের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার প্লাস, এই এক লক্ষ ৩০ হাজার গ্রাহক এমনি এমনি হয় নাই, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর সার্ভিস ভালো দেওয়ার কারনেই হয়েছে, উনি বলেন, খাইরুল আলম ৬৩ হাজার টাকা জমা দিয়ে আজকে( তিন লক্ষ ৩০ হাজার পাঁচশত ৬৩ টাকার) চেক পেলেন, এটাও কিন্তু তার একটা দৃষ্টান্তমূলক প্রমাণ।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি