কুরবানির ঈদ
শামসুন্নাহার সুমা
ঈদের চাঁদ উদয়ন গগনে
তৃপ্ত ভরা মনে সকলে
ঈদ পালন করবে বলে
গরু,খাসি কিনতে যায় বাজারে।
হালাল,হারাম কিছু না দেখে
প্রতিযোগিতা চলে গ্রামে- গঞ্জে
কত বড় কিনবে গরু
আনবে কিনে নতুন ছাগল।
সুদ- ঘুষের টাকা দিয়ে
লোক দেখানো কুরবানী কিনে
দেখায় তিনি কোটিপতিভাব
তাতে কুরবানী কবুল হোক না হোক
নিজের খাওয়া হলেই সব হয় অসুল।
প্রতিবেশী না খায় তবু
চিন্তা কারো নাই
কুরবানী না দিলেও
দেখার কেউ নাই
হক আদায় না হলেই কি
ফ্রিজ ভর্তি হলেই খুশি।
ধনীদের দাওয়াত দিয়ে
খাওয়ায় মাংস,বিরিয়ানি
গরিব-দুঃখী আসলে তাদের
পাতে জুটেনা দুই টুকরো মাংস
দুনিয়াদারি মানুষ যত
লোক দেখানো করে সবকিছু।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি