মোঃ মাইনুদ্দিন শিকদার স্টাফ রিপোর্টার গাজীপুর।
গাজীপুর চন্দ্রা মহাসড়কের কোনাবাড়ি বাইমাইল এলাকায় সালনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে,চন্দ্রাগামী তাকওয়া পরিবহন নামে একটি মিনি বাস দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সন্ধ্যা সাতটার দিকে দূর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এবং কয়েক জন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের পথচারীরা উদ্ধার করে কোনাবাড়ির বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও বিভিন্ন পরিবহনের চালকদের কাছ থেকে জানা যায়, তাকওয়া পরিবহন দ্রুত গতির কারণে প্রায়ই দূর্ঘটনার শিকার হয় এবং এ গাড়ির চালক গুলো অপরিপক্ক এবং উগ্র মেজাজের। এদের অনেকের নেই ড্রাইভিং লাইসেন্স এরা উঠতি বয়সী ও মাদকাসক্ত পোলাপান। এলাকাবাসী আরো জানান,হাইওয়ে পুলিশের নিকট আমাদের দাবি এই গাড়ি গুলোর দিকে নজর দিতে হবে। যাতে করে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ করে গাড়ি চালানো হয়। যাতে করে আর কোন দূর্ঘটনার শিকার না হয় এবং কোন মায়ের বুক খালি না হয়।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি