আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় কুড়িয়ে পাওয়া আটদিন বয়সী কন্যা শিশুর বাবা-মায়ের পরিচয় মিলেছে। শিশুটি নাগেশ্বরী উপজেলার বাঁশেরতল বকশির খামার এলাকার জাহানারা বেগম ও নুর মোহাম্মদ দম্পতির সন্তান। শনিবার (২৪ মে) দুপুরে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ জানান, দুদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে শিশুটিকে তার অভিভাবকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জানা গেছে, শুক্রবার সকালে উপজেলা সদরের বাসিন্দা মিলন মিয়ার বাড়ির বাথরুমের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। বিষয়টি থানায় জানালে পুলিশ একটি সাধারণ ডায়েরি করে। এরপর শিশুটিকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ জানায়, শিশুটিকে উদ্ধারকারী মিলন মিয়ার স্ত্রী আসমাউল হুসনা ও শিশুর মা জাহানারা বেগম সম্পর্কে খালাতো বোন। ১৭ মে সিজারের মাধ্যমে জাহানারা বেগম একটি কন্যা সন্তানের জন্ম দেন। ওই গৃহবধূর স্বামী নুর মোহাম্মদ মানসিক ভারসাম্যহীন হওয়ায় শুক্রবার সকালে সবার অজান্তে ঘর থেকে শিশুটিকে নিয়ে ভূরুঙ্গামারীর মিলন মিয়ার বাড়ির পাশে গোপনে রেখে চলে যান।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, শিশু সুস্থ আছে এবং তার অভিভাবকের সন্ধান পাওয়া গেছে। দুদিন চিকিৎসা শেষে শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।