আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা মটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী মালিক সমিতির কামিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের আল বারাকা চাইনিজ এন্ড রেস্টুরেন্টের কনভেনশন রুমে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা মটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী মালিক সমিতির আহবায়ক আকবর আলী গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেনে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও আলীপুর ইউনিয়নের চেয়রম্যান আলহাজ্ব মো: আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাবেক যুগ্ন-সম্পাদক শেখ সঈদ আহমেদ রনজু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন কলারোয়া উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির, ভিআইপি শ্রমিক ইউনিয়নের সভাপতি বকুল মোড়ল, কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহিদ হোসেন, ভোমরা ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি মন্টু শেখ সাহাঙ্গীর হোসেন শাহিন প্রমুখ।
সভায় উপস্থিত সামিতির সদস্যদের সর্বসম্মতিতে আগামী তিন বছরের জন্য সাতক্ষীরা জেলা মটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী মালিক সমিতির কমটি গঠন করা হয়। প্রধান অতিথি উক্ত কমিটির নাম ঘোষনা করেন। মো: আব্দুর রউকে প্রধান উপদেষ্ঠা করে ১৭ সদস্য বিশিষ্ঠ কমিটি নাম ঘোষনা করা হয়। কমিটির সভাপতি হয়েছেন, জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি আকবর আলী, সহ-সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আজাদ আলী, সিনিয়র সহ সাধারণ সম্পাদক কুতুর আলী, সহ- সাধারন সম্পাদক উজ্জল সাধু, সাংগাঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, ক্যাশিয়ার রায়হান সাহেব, দপ্তর সম্পাদক আবু সাঈদ, ক্রীড়া সম্পদক সাগর হোসেন, সমাজ কল্যান সম্পাদক বাবলুর রহমান, কার্যকারি সদস্য যথাক্রমে শেখ জাহাঙ্গীর হোসেন, হাজী মাছুদ হোসেন, মিজানুর রহমান, লব কুমার পাল ও মোঃ সান্টু।
প্রধান অতিথি বলেন আগামী তিন বছরের জন্য উক্ত কমিটি তাদের কার্যকাল পরিচালনা করবে এবং প্রতি বছর একটি করে সাধারন সভা করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক শেখ আজাদ আলী। অনুষ্ঠানে প্রায় প্রায় দেড় শাতাধিক সদস্য উপস্থিত ছিলেন।