এএসটি সাকিল, ভোলা জেলা প্রতিনিধিঃ-
ভোলার বোরহানউদ্দিন পক্ষিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ২৩ মে রোজ শুক্রবার বিকেলে উপজেলা পক্ষিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ বাজার পক্ষিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে আসর বাদ মাওলানা আব্দুল জলীলের সভাপতিত্বে ও মাওলানা মোঃ নুর নবীর সঞ্চালনায় এই সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হুমায়ুন কবির সেলিম বলেন, আগামী সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহীম কে জয় নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সহ সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বাংলাদেশের জাতীয়তাবাদ ওলামা দলের পক্ষিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ সুলাইমান।
এছাড়ও উপস্থিত ছিলেন, এ.টি.ম লোকমান হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি পক্ষিয়া ইউনিয়ন বিএনপি। জসিম উদ্দিন মাতাব্বর, সাধারণ সম্পাদক, পক্ষিয়া ইউনিয়ন বিএনপি। সোলাইমান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পক্ষিয়া ইউনিয়ন বিএনপি। ডা. হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক পক্ষিয়া ইউনিয়ন বিএনপি ও পক্ষিয়া ইউনিয়ন ওলামা দলের সদস্য সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।