জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ
ঢালাও সেচ বন্ধ করি পানির অপচয় রোধ করি এই স্লোগানের মধ্যে দিয়ে জনসাধারণকে সচেতন করতে নওগাঁর পোরশায় সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র্যালি শুরু করে কুশারপাড়া বাজারে ঘণ্টাব্যাপী দাড়িয়ে এলাকাবাসীকে সচেতন করতে ঢালাও সেচ বন্ধ করি পানির অপচয় রোধ করি,পানির কলসি খালি হলে মায়ের চিন্তা বাড়ে বারে বারে এছাড়াও বিভিন্ন স্লোগানের মাধ্যমে উৎসাহিত করে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে র্যালি শেষ হয়।এর পরে ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবাদমূলক ১ হাজার ২০০ টাকার ৩০ লিটার ফ্রেশ পানির বোতল দিয়ে গোসল করে পানির অপচয় রোধ করার দাবি জানান স্থানীয় এক যুবক।
বরেন্দ্র ও ছাওড় সিসিআরসির আয়োজনে ও সিসিডিবি সংস্থার বাস্তবায়নে মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাওড় ইউপি সদস্য জহুরুল ইসলাম, সাংবাদিক ডিএম রাশেদ, সিসিডিবি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর স্টিভ রায় রূপন, সিসিআরসির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ। এসময় তারা বক্তব্যে বলেন আমাদের এই বরেন্দ্রভূমিতে পানির সংকট বেশি আর এর প্রভাব বেশি হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন জেলার কিছু ব্যবসায়ী এসে তাদের ইচ্ছে মতো গভীর মটর ব্যবহার করে ইচ্ছে মতো পানি সেচ দিয়ে পানি অপচয় করে চলছে আর এর ফল ভোগ করতে হচ্ছে স্থানীয় জনগণকে।দিন দিন এমন পানির অপচয় চলতে থাকলে ভোগান্তিতে পড়বে জনসাধারণ। তাই এই পানির সংকট নিরসনের জন্য প্রশাসনের আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রকল্পের কর্মীবৃন্দ।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি