নিজস্ব প্রতিবেদক।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লাকসাম উপ-শাখার আয়োজনে লাকসাম, লালমাই, বরুড়া এলাকায় গ্যাস বিতরণ ব্যবস্থাপনা, বকেয়া বিল আদায় এবং অবৈধ সংযোগ রোধকল্পে জনপ্রতিনিধি, প্রশাসন, সমাজ সেবক, সাংবাদিক ও গ্রাহকদের সাথে অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১মে) দুপুরে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অংশীজনের সভায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সচিব মোঃ এনামুল করিম চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপণন বিভাগের জিএম প্রকৌশলী মর্তুজা রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেলস বিভাগের ডিজিএম প্রকৌশলী মোঃ মাহমুদুজ্জামান, তথ্য কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, লাকসাম উপ-শাখার ইনচার্জ প্রকৌশলী মারুফ হাসান, লাকসাম উপজেলা আইসিটি অফিসার কাজি আরেফিনা ওয়াহিদ, লাকসাম ফায়ার সার্ভিস কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দরা বলেন, আমরা আশাকরি গ্রাহকরা যথাযথ আইন মেনে গ্যাস ব্যবহার করবেন। অনুমোদিত সংযোগের বাহিরে কোন গ্রাহক যদি অবৈধভাবে গ্যাস ব্যবহার করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনিতেই আমরা গ্রাহকের চাহিদা অনুযায়ী গ্যাস বিতরণ করতে পারছিনা। সমাজে যারা সচেতন নাগরিক আছেন সবাই মিলে অবৈধ সংযোগ রোধকল্পে এগিয়ে আসতে হবে।
পরিশেষে সমাজসেবক, প্রশাসন, সাংবাদিক ও গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং তথ্য অধিকার আইন ও বিবিধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিকরণে আলোচনা করা হয়।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি